আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ জন রুশ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর ইউক্রেনীয় সেনাবাহিনীর হামলায় নিজেদের সেনা নিহত হওয়ার কথা রাশিয়ান কর্তৃপক্ষের স্বীকার করার ঘটনা প্রায় বিরল। সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সেনাদের ব্যারাক হিসেবে ব্যবহার করা একটি আবাসিক ভবনে ইউক্রেনীয় সেনারা যুক্তরাষ্ট্রের তৈরি হাইমারস সিস্টেম ব্যবহার করে ছয়টি রকেট ছুঁড়েছে। এর মধ্যে দুটি ভূপাতিত করা হয়েছে বলেও দাবি রুশ কর্তৃপক্ষের। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী ৪০০ রুশ সেনাকে হত্যা করে বলে দাবি করেছিল। ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষের ভাষ্য, ক্ষেপণাস্ত্রটি রুশ অধিকৃত মাকিইভকা শহরের একটি স্কুল ভবনকে টার্গেট করে নিক্ষেপ করা হয়, যা রুশ সৈন্যরা ব্যারাক হিসেবে ব্যবহার করছিল। ১০ মাস আগে শুরু হওয়া এ যুদ্ধে রাশিয়ার স্বীকার করা সেনাহত্যার সংখ্যা বিবেচনায় এটিই সর্বোচ্চ। নতুন বছরের প্রথম দিন রবিবার গভীর রাতে হামলায় ওই আবাসিক ভবনটি একেবারে গুঁড়িয়ে গেছে। সূত্র: বিবিসি, সিএনএন।
Discussion about this post