ঢাকা: ক্ষমতাসীন দল ও অঙ্গ সংগঠনের লোকজনের চাঁদাবাজিকে কেন্দ্র করে নিউমার্কেটে সংঘর্ষ হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সরকারি দলের ছত্রছায়ায় তাদের লোকজন সব মার্কেটে চাঁদাবাজি করছে।’ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ আয়োজনে প্রতিবাদ সমাবেশে একথা বলেন ড.মোশাররফ। দেশের সব মহানগরীতে প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে ঢাকায় এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের মুক্তি এবং নিউমার্কেটে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকাসহ সারাদেশের মহানগরগুলোতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হচ্ছে। গত শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। ড. মোশাররফ বলেন, ‘সরকারের পেটোয়া বাহিনীর চাঁদাবাজির কারণে নিউমার্কেটের ঘটনা ঘটেছে। সব মার্কেটে এমন চাঁদাবাজি করছে। ‘নিউমার্কেটে দোকানিদের চাঁদাবাজির প্রতিবাদকে ধামাচাপা দিতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। অ্যাডভোকেট মকবুল হোসেনের অপরাধ তার নিউমার্কেটে দোকান আছে। সে বিএনপি করে।’ বলেন খন্দকার মোশাররফ। নিউমার্কেটের ঘটনার কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘গত ১৪ বছরে এমন ঘটনা অনেক ঘটেছে। বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে নেয়া হয়েছে। অপরাধ, এরা বিএনপি করে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ করে দিতে রাজনীতি করছে।’ নিউমার্কেটে হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত এমনটা উল্লেখ করে মোশাররফ বলেন, ‘গণমাধ্যমে ছবিসহ নাম এসেছে। অথচ গ্রেপ্তার করা হয়েছে বিএনপি নেতা মকবুল হোসেনকে।’ এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন ড. মোশাররফ। দেশে মানবাধিকার নেই এমন দাবি করে বিএনপি এই শীর্ষ নেতা বলেন, ‘আন্তর্জাতিকভাবে সরকার দেশকে খাটো করেছে। সরকারের একটি বাহিনীর সদস্যদের ব্যাপারে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। এর জন্য সরকার দায়ী।’ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন।
Discussion about this post