ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ মে) সংস্থাটি এ বিষয়ে একটি অনুসন্ধান দল গঠন করেছে। দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে গঠিত টিমকে শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং তার আয়কর নথির যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার ও প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান চলমান ছিল। পূর্বাচলে ৬০ কাঠা প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া বিগত ১৫ বছরে বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে শেখ হাসিনা, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। তবে ওই তলবে এখনও সাড়া মেলেনি।
Discussion about this post