বিনোদন ডেস্ক: অভিনয় জীবনের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন সুপারস্টার শাহরুখ খান। চার বছর পর বড় পর্দায় ফিরেছেন। ইতিমধ্যেই। বক্স অফিস মাতিয়ে রেখেছে তার সিনেমা পাঠান। বিশ্ব জুড়ে হাজার কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। গত এক মাস ধরে বলিউড যেন শুধুই পাঠানময়। আট থেকে আশি, বাদশার জাদুতে বুঁদ সবাই। ফের মিলল তার উদাহরণ। শাড়ি পরে পাঠানের ‘ঝুমে জো পাঠান’ গানে নাচলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল। ওই ভিডিও পৌঁছল খোদ শাহরুখ খানের কাছে। ভিডিও দেখে আপ্লুত শাহরুখ। টুইটারে ওই ভিডিও শেয়ার করে শাহরুখ লিখলেন, তারাই তো এডুকেশনাল রকস্টার! ভিডিওতে দেখা যায়, কলেজ ক্যাম্পাসে গ্যালারিতে ‘পাঠান’-এর জনপ্রিয় গান ‘ঝুমে জো পাঠান’-এ নাচ করছেন এক দল শিক্ষার্থী। গানের মাঝেই ফ্ল্যাশ মবের মতো ফ্রেমে চলে আসে জনা কয়েক নারী অধ্যাপক। তার সকলের পরনে শাড়ি। গানের তালে পা মেলাতে শুরু করেন তারাও। শুধু তালে পা মেলানোই নয়, গানের সঠিক কোরিওগ্রাফিতেই নাচ করেন ওই অধ্যাপকরা। কলেজের অধ্যাপিকাদের নাচ করতে দেখে খুশি পড়ুয়ারাও। ভিডিও থেকে স্পষ্ট, এক সঙ্গে বেশ উপভোগ করেছেন শিক্ষার্থী ও অধ্যাপিকারা। দিল্লি ইউনিভার্সিটির জিসাস অ্যান্ড ম্যারি কলেজের বাণিজ্য বিভাগ থেকে ইন্টারনেটে শেয়ার করা হয় এই ভিডিও। ভাইরাল এই ভিডিও শাহরুখে চোখে পড়তেই নিজ পেজে শেয়ার করেন বলিউড এই তারকা। শাহরুখ লেখেন, এ রকম অধ্যাপিকা পাওয়া ভাগ্যের ব্যাপার, যারা শিক্ষা দেওয়ার পাশাপাশি মজা করতেও শেখান। তারাই তো দেশের এডুকেশনাল রকস্টার! দিল্লিতে বড় হওয়া শাহরুখ নিজেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এখন মুম্বাইবাসী হলেও দিল্লি যে তার খুব কাছের শহর, তা একাধিক বার বিভিন্ন অনুষ্ঠানেও বলেছেন বলিউডের ‘বাদশা’। নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধ্যাপকদের নিজেরই ছবির গান উপভোগ করতে দেখে যে বেশ গর্বিত তিনি।
Discussion about this post