স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দেশের হয়ে বাইশগজে প্রতিনিধিত্ব ছেড়েছেন বহু আগেই। তবে সমর্থকরা তাকে নতুন পরিচয়ে দেখতে চেয়েছিলেন। সবার আশা ছিল, খেলোয়াড় থাকাকালে যেমন দলের হাল ধরেছিলেন। ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে আবারও তেমনি দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন ‘নড়াইল এক্সপ্রেস’।কিন্তু এবার সমর্থকদের হতাশই করলেন মাশরাফী। ক্রবার (২৯ অক্টোবর) ‘দ্য তামিম ইকবাল শো’তে এসে ক্রিকেট ও চলমান বিশ্বকাপে টিম টাইগার্সের ব্যর্থতা নিয়ে অনেক কথা বলেন তিনি। এক পর্যায়ে বোর্ডে আসার ব্যাপারে অনিচ্ছার কথাও জানান মাশরাফী। ম্যাশ বলেন, তিনি তার ব্যক্তিগত জীবন নিয়েই খুশি আছেন।ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর অনেক আশা নিয়ে মরুর বুকে বিশ্বকাপ খেলতে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে হারের হ্যাটট্রিকে আসরের প্রথম দল হিসেবে কার্যত ছিটকে গেছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বৈশ্বিক আসরে খেলতে যাওয়া বাংলাদেশের স্বপ্ন এখন অন্তত একটা জয়।এর আগে বিশ্বমঞ্চে আশানুরূপ পারফর্ম করতে না পারায় কোচিং স্টাফের দিকে আঙুল তুলেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। কার্যত কাঠগড়ায় তুলেছিলেন টাইগার কোচদের। তবে এরই মধ্যে এমন কথাও উঠেছিল, বোর্ডে নিজের জায়গা পেতেই সমালোচনার পথ বেছে নিয়েছেন তিনি।এ প্রসঙ্গে সাবেক এই সফল অধিনায়ক বলেন, ‘একটি বিষয় পরিস্কার করতে চাই, আমি কারও বিপক্ষে কথা বলতে চাইনি। আমি শুধু দল নিয়ে উদ্বিগ্ন। এটি আমাদের দল, এই দলে আমি খেলেছি সুতরাং আমার মন্তব্য থাকতেই পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না।’মাশরাফী আরও বলেন, ‘আমি বোর্ডের বিরুদ্ধে না। অনেকে মনে করতে পারে যে আমি এখন যা বলছি, ক্রিকেট বোর্ডে আসলে কথার সুর বদলে যাবে। তাদের উদ্দেশে বলতে চাই, ক্রিকেট বোর্ডের ত্রিসীমানায়ও আমি যাই না, আর যেতেও চাই না। ব্যক্তিগতভাবে বিসিবির সঙ্গে সম্পৃক্ত থাকার আমার কোনো ইচ্ছা নেই।’তবে বোর্ডে আসার ব্যাপারে নিজের অনিচ্ছার কথা জানালেও দলের সঙ্গে কাজ করার ব্যাপারে ‘সবুজ সংকেত’ দিয়েছেন মাশরাফী। লাইভ শোতে ম্যাশের কাছে তামিম জানতে চেয়েছিলেন, সুযোগ হলে দলের মেন্টর হতে চান কি না। এমন প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, দেশের স্বার্থে কোনো কাজে তিনি না করতে পারবেন না।
এদিকে, বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সমূহ সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হয় বাংলাদেশ। ফিল্ডিং–ব্যর্থতার কারণেই মূলত জয় হাতছাড়া হয়েছে তাদের। দলের এমন অবস্থায় সমালোচনা রেশ উঠেছে চারপাশে। এ নিয়েও কথা বলেছেন মাশরাফী ।তিনি বাজে ফিল্ডিং প্রসঙ্গে ফিল্ডিং কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তামিম মাশরাফীর কাছে ফিল্ডিংয়ে উন্নতি করার টোটকা জানতে চাইলে মাশরাফী বলেন, ’আমাদের সবাইকে আরেকটু সাহসী হতে হবে। ফিল্ডিংটা হচ্ছে অনেক সাহসের ব্যাপার। তবে আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে, যেকোনো টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব খেলোয়াড়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা উচিত। যদিও আমি এটা আমার সময়ে করতে পারিনি। তবে বিসিবি থেকে কঠোর নিয়ম করা উচিত এই বিষয়ে। কেননা ম্যাচশেষে এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে চাপ আসে। সেখানে ক্রিকেটারদের আক্রমণ করা হয়। ক্রিকেটাররা এগুলো মেনে নিতে পারছেন না। ফলে, এটা করা উচিত।’
Discussion about this post