স্পোর্টস রিপোর্ট: জীবনযুদ্ধে আর টিকে থাকতে পারলেন না বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবারের সদস্যরাই বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে রুবেলের বয়স হয়েছিল ৪০ বছর। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল দীর্ঘদিন যাবত ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়লে ঘরোয়া ক্রিকেট থেকেও ছিটকে পড়েন মোশাররফ রুবেল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে দফায় দফায় কেমোথেরাপির পর কিছুটা সুস্থ হয়ে উঠেন তিনি। এরপর আবার সেই টিউমার দেখা দেয়। এরপর দীর্ঘদিন ভারতের একটি হাসপাতালে তার চিকিৎসা হয়। ভারত থেকে ফিরে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতেও ছিলেন বেশ কিছুদিন। সেখানে অবস্থানকালে তার মৃত্যুর ভুয়া খবর প্রকাশ পায়। পরে অবশ্য জানা যায় তিনি ভালো আছেন। এরপর শারীরিক উন্নতি ঘটলে তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর বাড়িতেই মারা গেলেন তিনি।
Discussion about this post