বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগৎকে বাইরে থেকে যতটা ঝকঝকে আর রঙিন মনে হয়, এর ভেতরের অন্ধকার দিকগুলো অনেক সময় আলোয় আসে শিল্পীদের সাহসী কণ্ঠে। সম্প্রতি এমনই এক খোলামেলা স্বীকারোক্তি করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।নিজের ক্যারিয়ারের শুরুর দিককার এক ঘটনা তুলে ধরতে গিয়ে তামান্না জানান, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের এক তারকার আচরণ তাকে চরম অস্বস্তিতে ফেলেছিল। যদিও সেই অভিনেতার নাম স্পষ্টভাবে বলেননি তিনি, তবে তার বর্ণনায় ইতিমধ্যেই নানা মহলে জল্পনা শুরু হয়েছে। তামান্না জানান, তিনি নিজেই সেই তারকাকে স্পষ্ট জানিয়ে দেন, এই পরিবেশে কাজ করা তার পক্ষে সম্ভব নয় এবং তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ানোর কথাও ভাবছিলেন। অভিনেত্রীর দৃঢ় অবস্থানের পর, অবশেষে ওই তারকা দুঃখ প্রকাশ করেন।এই খোলামেলা স্বীকারোক্তির ফলে আবারও আলোচনায় এসেছে সিনেমার সেটে নারী অভিনেত্রীদের নানা অভিজ্ঞতার প্রসঙ্গ। ইন্ডাস্ট্রির পর্দার পেছনের এই বাস্তবতা নিয়ে দর্শক ও সহকর্মীদের মধ্যে যেমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তেমনি প্রশংসাও মিলছে তামান্নার স্পষ্টভাষিতার জন্য।তামান্না বর্তমানে একা আছেন, অভিনেতা বিজয় বর্মার সঙ্গে বিচ্ছেদের পর তিনি ব্যক্তিগত জীবনে খানিকটা গুটিয়ে নিয়েছেন নিজেকে। তবে থেমে থাকেননি পেশাগত দিক থেকে। নিয়মিত ফিটনেসে মন দিচ্ছেন এবং হাতে আসছে একের পর এক নতুন প্রজেক্ট। নিজের অভিজ্ঞতার কথা সামনে এনে, নারী শিল্পীদের জন্য সাহসের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এই অভিনেত্রী।এই স্বীকারোক্তি শুধু ব্যক্তিগত নয়, বরং গোটা ইন্ডাস্ট্রির দিকেই একটি জরুরি আয়নার মতো কাজ করছে। নারী শিল্পীদের প্রতি সম্মান এবং নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা যে কতটা জরুরি, তা আরও একবার স্মরণ করিয়ে দিলেন তামান্না ভাটিয়া।
Discussion about this post