আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সঙ্গে শুক্রবারের সংঘাতে মাথায় গুরুতর আঘাত পায় ওয়ালিদ আল-শরিফ নামে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক। সম্প্রতি সে কোমায় চলে গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা। তার পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা আল-জাজিরাকে জানায়, শুক্রবার ভোররাতে ইসরায়েলি পুলিশের ছোঁড়া একটি স্পঞ্জ-টিপড বুলেট শরিফের ঘাড়ে দিকে মাথায় আঘাত করেছিল। তবে ইসরায়েলি পুলিশ দাবি করেছে জেরুজালেমের ওল্ড সিটির বাসিন্দা আল-শরিফ তাদের দিকে পাথর ছুঁড়তে গিয়ে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। শুক্রবার ফজরের নামাজের পর ইসরায়েলি পুলিশ ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের মতে, পুলিশ অ্যাকশনে আহত ৫৭ ফিলিস্তিনিদের মধ্যে আল-শরিফ ছিলেন একজন। আহত হওয়ার পর তাকে জেরুজালেমের হাদাসাহ এইন কেরেম মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়েছিল। তবে রেডক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়, গোলাবারুদ থেকে আঘাতের কোন প্রমাণ পাওয়া যায়নি।
Discussion about this post