স্পোর্টস রিপোর্ট: ব্রাজিল-আর্জেন্টিনার পর কোপা আমেরিকার শিরোপার অন্যতম দাবিদার এই দুই দলই। গ্রুপ এ এর চিলি-পেরুর ম্যাচে তাই জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ছিল টেক্সাসের দর্শক। তবে শেষ পর্যন্ত এই ম্যাচে তেমন কোন উত্তাপ ছড়ায়নি, হয়নি কোন গোলও। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে চিলি ও পেরু। প্রথমার্ধে দাপটের সাথে খেললেও গোল করতে পারেনি চিলি। ১৬ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন অ্যালেক্সিস সানচেজ। গোলপোস্ট ফাঁকা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। পেরু ফরোয়ার্ডরা পুরো সময়টাই নিজেদের হারিয়ে খুঁজছিল। ম্যাচে পেরুর প্রথম শট অন টার্গেট আসে ৪৩ মিনিটে। আরাজোর হেড বাঁচিয়ে দিয়েছেন ৪১ বছর বয়সে মাঠে নামা গোলরক্ষক ব্রাভো। তার গোল মিসের পর গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও বেশিরভাগ সময় বল দখলে রেখেছে চিলি। তবে ৫৭ মিনিটে স্রোতের বিপরীতে লিড নিতে পারত পেরু, লাপাদুলা হেড থেকে সহজ সুযোগ নষ্ট করেন। ৭৯ মিনিটে আবারও দুর্দান্ত এক সেভে তাকে হতাশ করেন ব্রাভো। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পাওয়ায় ড্রতেই শেষ হয় ম্যাচ।
Discussion about this post