রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে প্রায় এককোটি টাকা মূল্যের হেরোইনসহ মাহমুদ হাসান রাব্বেল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বেল রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার আগলা গ্রামের বাসিন্দা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় রাজশাহীর বেলপুকুর থানার ভাঙা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বেলকে গ্রেফতার করা হয়। র্যাব রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। এ বিষয়ে রাব্বেলের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post