কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া পৌরশহরের রহমতপুরের জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে ক্লাশ চলাকালে একই সঙ্গে নয় ছাত্রী শ্বাসকষ্ট সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। বুধবার রাত নয়টার দিকে একই সঙ্গে নয়জনের অসুস্থ হওয়ায় অভিভাবকরা আতঙ্কগ্রস্ত হয়ে হাসপাতালে জড়ো হন। অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হচ্ছে ফাতেমা-১ (১৩), হুমায়রা মিম (১৫), মমতাজ (১৪), শারমিন (১৪), সমৃদ্ধি (১৩), ফাতেমা (১৪), ফারজানা (১৪), রুবা (১৪) ও জেরিন (১৪)। গভীর রাত অবধি চিকিৎসা শেষে আট ছাত্রী বাসায় ফিরলেও ফারজানা এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া রাতে সুস্থ হয়ে বাসায় ফেরা ছাত্রী হুমায়রা পুনরায় অসুস্থ হয়ে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। অপরদিকে খেপুপাড়া মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা (১৪) বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে অসুস্থ হয়ে পড়লে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত রয়েছে। অসুস্থ হওয়া নয় জন নবম ও দশম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির ছাত্রী। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক বিকাশ রায় বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফাংশনাল ডিজঅর্ডার সমস্যার কারণে এমনটা হতে পারে। তবে যথাসাধ্য চিকিৎসা দেওয়ার পরে রাতেই আট জনে সুস্থ হয়ে গেছে। অভিভাবক শফিকুল আলম বাবুল জানান, আমরা মূলত ভয় পেয়েছিলাম। কোচিং সেন্টারের শিক্ষক মো. রিপন জানান, প্রথমে একজন ছাত্রী শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে নেবুলাইজার করা হয়। ওই ছাত্রীর সমস্যা দেখে আরও তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর দ্রুত সকলকে হাসপাতালে নেয়া হয়। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত নয়টা ক্লাশ চলাকালে এমন ঘটনায় অভিভাবকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ওই শিক্ষক জানান, এক বছর আগে পাঁচজন শিক্ষক মিলে এই কোচিং সেন্টারটি চালু করেন। ৩০-৩৫ জন শিক্ষার্থী সেখানে নিয়মিত কোচিং করছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, তিনি খবর শোনার পরেই অসুস্থ ছাত্রীদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর রেখেছেন। এছাড়া কোচিং সেন্টারটির বিষয়ে খোঁজ-খবর নিবেন বলেছেন।
Discussion about this post