ঢাকা: কে নির্বাচনে আসলো কিংবা কে আসলো না সেটা নিয়ে ভাবা আমাদের বিষয় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (৬ মে) নির্বাচন ভবনে উপজেলা নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন তিনি। এসময় সিইসি আরও বলেন, কে কোন দল থেকে দাঁড়ালো সেটা আমাদের কাছে কোনো বিষয় না। আমাদের কাজ নির্বাচন পরিচালনা করা। সিইসি আরও বলেন, আমরা দেখছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কেমন। কে নির্বাচনে আসলো কিংবা কে আসলো না সেটা নিয়ে ভাবা আমাদের বিষয় না। প্রতিদ্বন্দ্বিতা এক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে। দলীয় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিনা সেটা আমরা দেখবো না। কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, আমাদের আইনে আছে যদি একজন প্রার্থী থাকেন তাহলে তিনি নির্বাচনে জয়ী ঘোষিত হবেন। কেউ যদি এভাবে বিজয়ী হয়ে থাকেন সেটা আইন অনুযায়ী। সংবাদ সম্মেলনের শুরুতে সিইসি বলেন, প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে নির্বাচন কমিশন বেকায়দায় নেই। এটা পুরাটাই রাজনৈতিক নৈতিকতার বিষয়। এসময় প্রার্থীদের সমর্থকদের সহনীয় আচরণ করার আহ্বান জানান তিনি।
Discussion about this post