স্টাফ রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক হাজতী অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মোঃ হুমায়ুন কবির(৬৭)নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ডিসেম্বর)বিকেল ২টার দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল তিনটার দিকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী মামুন জানান,বিকেলের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,নিহত হুমায়ন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিল তার কয়েদি নম্বর ৯২৪৩/২৩ বাবার নাম মৃত সাইজ উদ্দিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Discussion about this post