বিনোদন ডেস্ক: শনিবার এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এক বৈঠক ডেকে চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট ঘোষণা করে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। এছাড়া সেখানে সংশ্লিষ্ট নানা বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি চলচ্চিত্র শিল্পী সমিতিকে। যা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। কিন্তু কেন এমনটা করা হলো? এ প্রসঙ্গে ১৮ সংগঠনের আহ্বায়ক ও পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সাফ জানিয়ে দেন, ‘আমরা জায়েদ খানকে বয়কট করেছি। ইলিয়াস কাঞ্চন ভাইকে বলেছিলাম, কোটের সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত তাকে শপথ পড়াবেন না। তিনি সে কথা শোনেননি। তাই যতদিন জায়েদ খান থাকবে, শিল্পী সমিতিকে বাদ দিয়েই সবকিছু হবে।’ ১৮ সংগঠনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, ‘জায়েদ বা নিপুণ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো সংগঠনের ভাবমূর্তি সমুন্নত রাখা। আদালতের রায়ের সার্টিফাইড কপি দেখেই জায়েদকে শপথ পড়িয়েছি। এখন কে বা কোন সংগঠন তাকে পছন্দ করলো না, সেটা বিষয় না। আদালতের রায় মানতে আমি বাধ্য।’ ব্যক্তিকে ইস্যু করে শিল্পী সমিতিকে দূরে ঠেলে দেওয়াটা দুঃখজনক বলে উল্লেখ করেন ইলিয়াস কাঞ্চন। তার কথায়, ‘প্রত্যেকটা সমিতি গঠনতন্ত্র দিয়ে চলে। এখানে কারও ওপর কারও খবরদারি সম্পর্কের অবনতি ঘটাবে। ১৮ সংগঠন শিল্পী সমিতিকে ডাকলে আমি অবশ্যই যেতাম। তবুও চাইবো বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে। নইলে ইন্ডাস্ট্রি আরও তলানিতে যাবে। মানুষের হাসির পাত্র হবো আমরা।’ শনিবারের বৈঠকে শিল্পী সমিতিকে বাদ দিয়ে সেখানে নতুন করে আমন্ত্রণ জানানো হয় চলচ্চিত্র প্রদর্শক সমিতিকে। এছাড়া ছিলেন প্রযোজক-পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, নৃত্য পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ফাইট ডিরেক্টরদের সমিতি, সহকারী পরিচালকদের সমিতি, মেকআপম্যানদের সমিতি, প্রোডাকশন ম্যানেজার সমিতিসহ মোট ১৮টি সংগঠনের নেতারা। অন্যদিকে, চলচ্চিত্র প্রযোজক সমিতি বিলুপ্ত থাকায় সংস্থাটির পক্ষ থেকে কেউ উপস্থিত না হলেও প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু ও শামসুল আলম উপস্থিত ছিলেন বলে জানা গেছে। শনিবারের বৈঠক থেকে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে ঐক্যমত হয় সকল সমিতি। এর পাশাপাশি বৈঠকে চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্তও নেওয়া হয়। পরে ১৮ সংগঠনের আহ্বায়ক ও পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়। এর আগে ২০২০ সালেও একবার জায়েদ খানকে নিষিদ্ধ করেছিল ১৮ সংগঠন।
Discussion about this post