আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিনে ইতিহাসে নতুন মাইলফলক সৃষ্টিকারী সিনেমা ‘কেজিএফ’ এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা মোহন জুনেজা মারা গেছেন। শনিবার (৭ই মে) হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, মোহন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ অভিনেতা মোহন জুনেজা কন্নড় সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা। পার্শ্বচরিত্রে তিনি শতাধিক সিনেমায় কাজ করেছেন। তবে তিনি বেশি পরিচিতি পেয়েছেন ‘কেজিএফ’ সিনেমায় কাজ করে।
Discussion about this post