ঢাকা: দেশে আর সার সংকট হবে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, কৃষকের কাছে সহজভাবে সার পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা করবে সরকার। বুধবার (২৮ আগস্ট) সকালে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের প্রথম ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদকে প্রধান করে ১২ সদস্যের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছিল গেল ২২ আগস্ট। কমিটি গঠনের পর আজ প্রথম বৈঠক হলো। শিল্প মন্ত্রণালয়ের সার কেনা সংক্রান্ত তিনটি এজেন্ডা ছিল আজকের বৈঠকে। কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে মোট ৯০ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দেয়া হয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। এছাড়া স্থানীয়ভাবে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এই প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন অর্থ, বাণিজ্য ও বিজ্ঞান উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
Discussion about this post