পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় সব খাবার হোটেল ও রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করেছে কুয়াকাটা খাবার হোটেল মালিক সমিতি। মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে তিনি এ ঘোষণা দেওয়া হয়। কুয়াকাটা খাবার হোটেল মালিক সমিতির সভাপতি সেলিম মুন্সি জানান, প্রতিদিন খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু একই হোটেলে একাধিকবার জরিমানার নামে আমাদের হয়রানি করা হচ্ছে। তাই সব হোটেল মালিক একত্রিত হয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আজ বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর। তিনি জানান, গত ১১ আগস্ট আল-মদিনা নামের একটি হোটেলে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তখন ওই হোটেল মালিক তার সমস্যা সমাধানের জন্য ১৫ দিন সময় চান। কিন্তু ১৬ আগস্ট আবার ওই হোটেলেই ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেল মালিক জরিমানা না দিতে পারায় তাকে অনেকক্ষণ আটকে রাখা হয়। খাবার হোটেল বন্ধে পর্যটকরা বড় ধরনের সমস্যায় পরার সম্ভাবনা রয়েছে। তাই বিষয়টি সহজ করে দেখলে হোটেল গুলো খোলে দেওয়া হবে বলে জানান তিনি।
Discussion about this post