কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলের রেলিংয়ে সঙ্গে ধাক্কায় ইমন মিয়া (২১) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। আজ রবিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালের দিকে চারটি মোটরসাইকেলে কয়েক জন আরোহীর দ্রত বেগে মোটরসাইকেল চালিয়ে কুড়িগ্রামের দিকে যা্চ্ছিল। দ্রত মোটর সাইকেল চালাতে গিয়ে ইমন এক পর্যায়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে রাজারহাটের শরীফ সিনেমা হল সংলগ্ন রেলের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় রায়হান নামে এক আরোহী। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করেন।
Discussion about this post