স্পোর্টস রিপোর্ট: নিজের পালিত তিনটি কুকুরের কামড়ে আহত হয়ে মারা গেছেন জাম্বিয়ার সাবেক খেলোয়াড় ফিলেমন মুলালা। গত শনিবার দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সে নিজের বাড়িতে কুকুরের হামলার শিকার হন তিনি। জানা যায়, কেপটাউন এফসি ও দিনামোস এফসিতে খেলার সুবাদে দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন মুলালা। পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন স্যাম সেলানায়ানে বলেন, ‘তার বাসাটি ব্যস্ত রাস্তার পাশে। গাড়ি আর পথচারীর দিকে তাকিয়ে কুকুরগুলো প্রায়ই ঘেউ ঘেউ করে। সেদিন কুকুরের শব্দ শুনে দেখতে বের হয়েছিলেন মুলালা। বিদ্যুৎ ফিরে এলে তার স্ত্রী স্বামীকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাগানে নিথর অবস্থায় খুঁজে পান তিনি।’ ১৯৮৪ সালে ইস্ট অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকা চ্যালেঞ্জ কাপের (কেকাফা) ম্যাচ দিয়ে জাম্বিয়া জাতীয় দলে অভিষেক হয় মুলালার। ওই টুর্নামেন্টের সেমিফাইনালে কেনিয়ার বিপক্ষে জোড়া গোল করেন তিনি। ফাইনালে মালাবিকে হারিয়ে শিরোপাও জেতে জাম্বিয়া।
Discussion about this post