ঢাকা:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের ভোটকেন্দ্র ও ভোটকক্ষে সংবাদ সংগ্রহ এবং সম্প্রচার কার্যক্রমের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৩ জুলাই) এই নীতিমালা প্রকাশ করে কমিশন।নতুন নির্দেশনায় বলা হয়েছে, বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে ভোটকক্ষে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করতে হবে। গোপন কক্ষে কোনোভাবেই ছবি তোলা যাবে না।একসঙ্গে দুটির বেশি সংবাদমাধ্যমের প্রতিনিধি একই সময়ে কোনো ভোটকক্ষে অবস্থান করতে পারবে না এবং কেউই ১০ মিনিটের বেশি সময় সেখানে থাকতে পারবেন না। এছাড়া ভোটকক্ষে অবস্থানকালীন কাউকে সাক্ষাৎকার নেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ভোটকেন্দ্র এলাকায় সরাসরি সম্প্রচার করতে হলে তা ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে করতে হবে।ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার সুযোগ থাকবে এবং তারা ছবি তুলতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার করা যাবে না। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।নির্বাচন কমিশনের এই নির্দেশনা অনুযায়ী সাংবাদিকদের নির্ধারিত আচরণবিধি মেনে সংবাদ কাভার করতে হবে। কমিশন জানিয়েছে, নীতিমালার ব্যত্যয় হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post