ঢাকা: জুলাই গণহত্যা মামলার আসামি ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে আজ হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার সকাল সাড়ে ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় তাদের। অন্য মামলায় গ্রেপ্তার এই দুজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন আমির হোসেন আমু। এবং গত ১৮ নভেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় কামরুল ইসলামকে। প্রসিকিউটর এম এইচ তামিম জানান ১৯ জুলাই ১৪ দলীয় জোটের সঙ্গে বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়। ওই বৈঠকে এ ধরনের সিদ্ধান্তের অন্যতম নীতিনির্ধারক ছিলেন আমির হোসেন আমু।
Discussion about this post