আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে একটি মসজিদে বড় ধরনের বোমা হামলার ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু ও ৩৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নয়জন ১৮ বয়সের নিচে এবং একজন সাত বছরের শিশুও রয়েছে। আফগানিস্তানের পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। গত বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণে আশপাশের ভবনগুলোর জানালা কেঁপে ওঠে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। মসজিদে বোমা হামলার ঘটনায় এখনও কাউকে দায়ী করা হয়নি। আর তালেবান সরকারের পক্ষ থেকেও কাউকে দোষারোপ করা হয়নি। তবে তালেবানের মুখপাত্র এক টুইট বার্তায় লিখেন, বেসামরিক নাগরিকদের হত্যার সঙ্গে জড়িতরা শিগগিরই এ জঘন্য অপরাধের শাস্তি পাবে। কাবুলে ইতালির একটি এনজিও পরিচালিত হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে আর অতিরিক্ত আসন নেই। ফলে স্বাভাবিক চিকিৎসা বাধাগ্রস্ত হচ্ছে। তালেবানপন্থী একজন সুপরিচিত ধর্মীয় নেতাকে হত্যার এক সপ্তাহের মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটল। সপ্তাহখানেক আগে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছিলেন ধর্মীয় নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি। কথিত ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল। বুধবার মসজিদে বিস্ফোরণের পরপরই মসজিদ এলাকায় পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
Discussion about this post