দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শাহরিয়ার হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পলাশবাড়ী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। শাহরিয়ার হাসান বিরামপুর পৌরশহরের ইসলাম পাড়ার মাহফুজুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে শাহরিয়ার বন্ধুদের সঙ্গে ঘুরতে রেললাইনে যান। রেলেলাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল সে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন হুইসেল দিলেও কানে হেডফোন থাকার কারণে শুনতে পায়নি সে। ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেলওয়ে হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) কায়কোবাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post