কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কানের দুলের জন্য এক গৃহবধূকে হত্যা দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ রায় দেন। এসময় টিটু মিয়া নামে এক আসামিকে খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-মেঘনা উপজেলার শিকির গাঁও গ্রামের রাকিব হোসেন (২৮), মানিকারচর গ্রামের তছির মিয়া (৪১) ও শিকির গাঁও গ্রামের সুমন মিয়া (৩১)। রায় ঘোষণার সময় আসামি রাকিব ও তছির উপস্থিত থাকলেও সুমন মিয়া পলাতক। মামলার বাদীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম সেলিম বলেন, ২০১৬ সালে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গৃহবধূ জামিলা বেগম পান আনতে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এসময় তার কানের সোনার দুলগুলো দেখে লোভ হয় রাকিব, তছির ও সুমনের। পরে তারা জামিলাকে রাস্তার পাশের ধইঞ্চা ক্ষেতে নিয়ে হত্যা করেন এবং কানের দুলগুলো নিয়ে বিক্রি করে দেন। এ ঘটনায় করা মামলায় এ তিনজনসহ মোট চারজনকে আসামি করা হয়। মামলার শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় তিনজনকে ফাঁসির আদেশ দেন আদালত। আর অপরাধ প্রমাণ না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়। কুমিল্লা আদালতের পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post