স্পোর্টস রিপোর্ট: গোল মিসের মহড়ার পরেও জয় দিয়েই কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আর্জেন্টিনা। আজ শুক্রবার (২১ জুন) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আসরে অভিষিক্ত কানাডাকে ২-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। অথচ মার্সিজিড-বেঞ্জ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে কানাডাকে গোলবন্যায় ভাসাতে পারতেন লিওনেল মেসিরা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ভাঙে ডেডলক। এরপর প্রায় অর্ধ-ডজন গোলের পরিষ্কার সুযোগ পায় আর্জেন্টাইন ফুটবলাররা। তবে মেসি থেকে শুরু করে বাকিরা হতাশই করেন যান সমর্থকদের। আর্জেন্টিনা প্রথম গোলটি পায় ম্যাচের ৪৯তম মিনিটে। থ্রো ইন থেকে বক্সের মধ্যে মেসির পাস পান আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার। এই লিভারপুল মিডফিল্ডার ডান প্রান্তে খুঁজে নেন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে। ডান পায়ের শটে গোল করে আর্জেন্টিনার হয়ে টানা ১৩ ম্যাচের গোলখরা কাটান আলভারেজ। এরপর একের পর এক গোল মিসের পর ৮৭তম মিনিটে আর্জেন্টিনাকে স্বস্তি এনে দেন লাওতারো মার্টিনেজ। এবার সরাসরি মেসির পাস থেকে কানাডা গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান মার্টিনেজ।
Discussion about this post