স্পোর্টস রিপোর্ট: কনকাকাফ অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। শেষ দিনে বুধবার (৩০ মার্চ) এল সালভাদরকে ২-০ ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করলো মেক্সিকো। অপরদিকে কোস্টারিকার কাছে ২-০ ব্যবধানে হেরেও পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপে নাম লেখাল যুক্তরাষ্ট্র বিশ্বকাপে এ নিয়ে টানা অষ্টমবারের মতো খেলতে যাচ্ছে মেক্সিকো। এর আগে অবশ্য পরিসংখ্যান ভালো ছিল না দেশটির। সাতবারের মতো গ্রুপ পর্ব পার করতে পারেনি তারা। সর্বশেষ ১৯৯০ সালে নিষিদ্ধ থাকায় বিশ্বকাপে খেলতে পারেনি মেক্সিকো আমেরিকান এই অঞ্চল থেকে বাছাইপর্বের শীর্ষে থেকে আগেই বিশ্বকাপে কোয়ালিফাই করে কানাডা। দুইয়ে ও তিনে থেকে তাদের সঙ্গে নতুন করে যোগ দিল মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। অপরদিকে চারে থাকা কোস্টারিকার আশা এখনও শেষ হয়ে যায়নি। প্লে-অফে ওশেনিয়া অঞ্চলের দল নিউজিল্যান্ডকে হারালে তারাও যাবে কাতার বিশ্বকাপে।
Discussion about this post