আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার পর বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি’র সঙ্গে বৈঠক করেছেন কুয়েত ও জর্ডানের যুবরাজরা। তারা কাতারের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ জানিয়েছে, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহ কাতারের বিরুদ্ধে ‘নৃশংস ইসরায়েলি আগ্রাসনের’ তীব্র নিন্দা জানিয়ে দৃঢ় সমর্থনের আশ্বাস দেন। তিনি কাতারের আমিরের উদ্দেশে কুয়েতি আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ’র শুভেচ্ছা পৌঁছে দেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।অন্যদিকে, জর্ডানের যুবরাজ আল হুসেইন বিন আবদুল্লাহ দ্বিতীয় কাতারের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে জর্ডানের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘কাতারের নিরাপত্তা মানে জর্ডানের নিরাপত্তা। কাতারের পাশে আমরা সব ধরনের সামর্থ্য নিয়ে প্রস্তুত।’তিনি আরও সতর্ক করেন, ইসরায়েলের ধারাবাহিক হামলা অঞ্চলজুড়ে স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে।মঙ্গলবার দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় সংগঠনের পাঁচ সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে হামাস নেতৃত্ব বেঁচে যায়। কাতার এ হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানায়।মধ্যপ্রাচ্যের রাষ্ট্রটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মিলে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মধ্যস্থতা করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
Discussion about this post