হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে কলেছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিবলু মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে চুনারুঘাট থানার এসআই প্রিয়তোষ দাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। সিলেট পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল শিবলু মিয়া জেলার চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের রমিজ উল্লার ছেলে। এসআই প্রিয়তোষ বলেন, ‘রবিবার কনস্টেবল শিবলুকে সিলেট থেকে গ্রেপ্তারের পর তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার বিস্তারিত তথ্য পরে জানাবেন।’ জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি দুধপাতিল গ্রামের বাসিন্দা ও গাজীপুর হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল শিবলুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ওই শিক্ষার্থীর বাবা।
Discussion about this post