আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব ইস্যুতে আদালতের অন্তবর্তী আদেশ না মেনে বিক্ষোভের অভিযোগে দশ ছাত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র (এফআইআর) দায়ের করেছে রাজ্য পুলিশ। দেশটির সংবাদমাধ্যম জানায়, গত ১৭ ফেব্রুয়ারি রাজ্যের তামকুর এলাকার এমপ্রেস গর্ভনমেন্ট পিইউ কলেজের অন্তত দশ ছাত্রী কলেজে হিজাব পরার অধিকারের দাবিতে বিক্ষোভ করে। এ কারণে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে সিআরপিসি এর ১৪৪ ধারা অনুসারে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। ভারতীয় পেনাল কোড ১৪৩, ১৪৫, ১৪৯ এবং ১৮৮ ধারায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে। গত ডিসেম্বরে কর্ণাটক রাজ্যের একটি কলেজে কয়েকজন শিক্ষার্থীকে হিজাব পরে আসায় ঢুকতে দেওয়া হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েকজন শিক্ষার্থী হিজাব পরার দাবিতে রিট দায়ের করলেও চূড়ান্ত রায় দেয়নি আদালত। উল্টো চূড়ান্ত রায় দেওয়ার আগ পর্যন্ত ধর্মীয় পোশাক না পরার শর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আদেশ দেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু প্রতিষ্ঠানে কয়েকজন ছাত্রী হিজাব পরে ক্লাস করতে যায়। সেখানে কলেজ কর্তৃপক্ষ আদালতের দোহাই দিয়ে তাদের হিজাব খুলে ক্লাস করতে বলে । এ কারণে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হিজাব পরার দাবিতে বিক্ষোভ করছে। শুক্রবার রাজ্যের ক্ষমতাসীন কট্টর বিজেপি দলের ইউনিয়ন মন্ত্রী প্রহ্লাদ যোশী আদালতের অন্তবর্র্তী আদেশ অমান্যকারীদের গ্রেপ্তারের আবেদন জানান। তারপরই পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দায়ের প্রক্রিয়া শুরু করেছে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়। এর আগে শুক্রবার কর্ণাটক সরকার রাজ্যের হাইকোর্টকে জানায়, হিজাব মুসলমানদের প্রয়োজনীয় পোশাক নয়। হিজাব পরতে না দেওয়ার কারণে কারো ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা হয়নি। যদিও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর দাবি, কোনো নারী কী পোশাক পরবেন, এটি তার ব্যক্তিগত স্বাধীনতা। ভারতীয় সংবিধান প্রতিটি নারীর এ অধিকার নিশ্চিত করেছে।
Discussion about this post