ঢাকা : নির্মাণ করা হচ্ছিল বহুতল ভবন। এবার দীর্ঘ ৫০ বছরের মতো ঐতিহ্য ধরে রেখে ঈদের জামাত হবে কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। পরে আন্দোলন আর জল্পনা কল্পনা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার কলাবাগানের তেঁতুলতলা মাঠটি রক্ষা পায়। আজ মঙ্গলবার স্থানীয়রা পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ পড়েছেন এই তেঁতুলতলা মাঠে। সকাল ৮টায় তেঁতুলতলা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। তাতে এলাকার বিভিন্ন বয়সী মুসলমানরা অংশ নেন। ঈদ জামাতকে কেন্দ্র করে মাঠে টানানো হয় সামিয়ানা, আর বাঁশ দিয়ে নির্মাণ করা হয় অবকাঠামো। মাঠটি এখন পুলিশের তত্ত্বাবধানে আছে। এলাকাবাসীর দাবি, এটি পুলিশের তত্ত্বাবধানে না রেখে সিটি করপোরেশনকে দিয়ে স্থায়ী সমাধান করা হোক। নামাজ শেষে বাবুল হোসেন নামে একজন বলেন, ‘এই এলাকায় বড় হয়েছি। প্রতি বছর এখানেই নামাজ পড়েছি। থানা হলে এখানে সবাই মিলে নামাজ পড়তে পারব না। এটা ভাবতেই খারাপ লাগছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আপাতত সমাধান হলেও, মাঠের স্থায়ী ব্যবস্থাপনা করা দরকার।’ ১ বিঘা ক্ষেত্রফলের সরকারি জমি তেঁতুল তলা মাঠে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করার পাশাপাশি এলাকার নানা সামাজিক অনুষ্ঠান হয়ে আসছিল। সম্প্রতি ওই মাঠটিতে কলাবাগান থানা তৈরির উদ্যোগ নেওয়া হলে উদীচীর কর্মী সৈয়দা রত্নার নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে। সেখানে অবকাঠামো নির্মাণ শুরুর পর গত ২৪ এপ্রিল পুলিশ রত্না ও তার ছেলেকে আটক করলে ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয়। এরপর প্রধানমন্ত্রী সেখানে থানা ভবন না তোলার নির্দেশ দেন।
Discussion about this post