কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়া উপজেলার রাবনাবাদ পাড়ের ছয়টি পরিবারের ঘরসহ বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। রবিবার দুপুরে অস্বাভাবিক জোয়ারের তান্ডবে সৃষ্ট জলোচ্ছ্বাসে রাবনাবাদ পাড়ের চান্দুপাড়ার ব্যুরোজালিয়ায় এ কয়টি পরিবারের কপাল পুড়েছে। এরা হচ্ছেন শহিদ হাওলাদার, সুলতান সিকদার, জাহাঙ্গীর সিকদার, খালেক সিকদার, জাকির হোসেন ও ফিরোজ তালুকদার। পুর্ণিমার প্রভাবে গত পাঁচদিন ধরে প্রতি ২৪ ঘন্টায় দুই দফা জোয়ারে প্লাবিত হয় লালুয়াসহ তিন ইউনিয়নের ১৭ গ্রাম। জলোচ্ছ্বাস হানা দেয়ার পাশাপাশি তীব্র ভাঙ্গন শুরু হয়েছে রাবনাবাদ পাড়ে। হাজারো পরিবার চরম উদ্বিগ্ন রয়েছেন। রাত কাটে বিনিদ্র। শত শত পরিবার পুরনো বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। ফিরোজ তালুকদার জানান, জোয়ারের সময় অধিকাংশ মানুষ ঘরে থাকতে পারেন না। রান্না খাওয়া পর্যন্ত বন্ধ থাকে। মানুষ এখন দিশেহারা হয়ে গেছে। বাড়িঘর জনপদ সব ভাসছে।
Discussion about this post