সৌমিত্র সুমন,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঘন কুয়াশার সাথে বেড়েই চলছে শীতের প্রকোপ। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন ১৩.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবি মানুষগুলো। বেলা বাড়লেও প্রচন্ড শীত ও হিমেল হাওয়ায় মিলছেনা গ্রামাঞ্চলের বাজারগুলো। তীব্র শীতে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও টাইফয়েডসহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি।
Discussion about this post