ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, আর শনাক্ত হয়েছেন ৩৫ জন। এ নিয়ে টানা ২৮ দিন করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ১২৭ জন এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জন। বৃহস্পতিবার (১৯ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৩৫ শতাংশ। এ দিন সুস্থ হয়েছেন ২১৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৩৫৪ জন।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৭৭২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬৪টি। এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৬০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৮ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।
Discussion about this post