ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার সিইসি নিজেই করোনা সংক্রমিত হওয়ার তথ্য নির্বাচন কমিশনারদের জানিয়েছেন। সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন জানান, গত মঙ্গলবার রাত থেকে জ্বরে আক্রান্ত সিইসি। এরপর পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট আসে তিনি কোভিড-১৯ পজিটিভ। বুধবার নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। সেখানে প্রধান অতিথি হিসেবে হাবিবুল আউয়ালের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, কাজী হাবিবুল আউয়ালের অনুপস্থিতিতে সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।
Discussion about this post