আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের দেহে, যা আগের দিনের তুলনায় প্রায় ৮ হাজার বেশি। এসময়ে মারা গেছে এক হাজার ২৭৯ জন। মৃত্যুর পরিসংখ্যানও আগের দিনের চেয়ে পৌনে দুইশো বেড়েছে। বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৬৬ লাখ ৬৪ হাজার ৬৫ জন। মোট আক্রান্ত হয়েছে ৬৫ কোটি ৫৪ লাখ ৪২ হাজার ১০৯ জন।
Discussion about this post