আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে সাড়ে ছয়শোর বেশি। এ সময়ে শনাক্ত হয়েছে সাড়ে ছয় লাখের নিচে। রবিবার (৭ আগস্ট) সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দেড় শর বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৩৫ হাজার। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৮৭ লাখ। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপান। এ সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে দুই লাখ ৩৬ হাজার ৮০৯ জন। একই সময়ে মারা গেছে ১৮৯ জন। দৈনিক মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে ব্রাজিল।
Discussion about this post