আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারিতে বিশ্বে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে সাত লাখ ৯৭ হাজার ৩ জন। শনিবার (৬ আগস্ট) সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দেড় শর বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৩৩ হাজার ৭৪০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫৮ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৮৪ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে দুই লাখ ৫৩ হাজার ৩৯২ জন। একই সময়ে মারা গেছে ১৮৩ জন। দৈনিক মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ৮৯ হাজার ২৪০ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪০০ জনের।
Discussion about this post