চাঁদপুর প্রতিনিধি: করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। বলেন, শিক্ষার্থীদের কোথায় ঘাটতি হয়েছে এ বিষয়ে গবেষণা হয়েছে। শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স-এ পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, গবেষণার যে ফলাফল পাওয়া গেছে সে বিষয়ে বিশেষজ্ঞ দল ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত সকলের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মন্ত্রী বলেন, কোথায়ও রেমিডিয়াল ক্লাস করে, কোথাও এসাইনমেন্টের মাধ্যমে। সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান এই ঘাটতি পূরণ করবে। এছাড়া এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু হবে। এর আগে চাঁদপুর সদর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী
Discussion about this post