বিনোদন ডেস্ক: তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে কে কার সঙ্গে প্রেম করছেন, বিয়ে করবেন কবে- এসব জানতে উদগ্রীব থাকেন অনুরাগীরা। তেমন আগ্রহ আছে বলিউড নায়িকা সোনাক্ষী সিনহাকে নিয়েও। কয়েক মাস ধরে আলোচনায় এই অভিনেত্রীর প্রেম ও বিয়ে। বলিউডে গুঞ্জন, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী। যদিও এ নিয়ে নায়িকা কখনো মুখ খোলেননি। তবু তাকে বার বারই প্রশ্ন করা হয়, বিয়ে করবেন কবে। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তর সেশনে ওই একই প্রশ্ন ফের শুনতে হয় সোনাক্ষীকে। এক অনুরাগী অভিনেত্রীকে প্রশ্ন করেন, আপনি কবে বিয়ে করবেন? উত্তরে সোনাক্ষী মজার ছলে বলেন, ‘সবার তো কোভিড হচ্ছে, তাহলে কী আমারও হওয়া উচিত।’ নায়িকার এই সেন্স অফ হিউমারের প্রশংসা করেন সকলেই।
Discussion about this post