শরীয়তপুর প্রতিনিধি: কক্সবাজার ভ্রমনে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা-মেয়ে। সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে তাদের প্রাণ। রবিবার ভোরে শরীয়তপুর-ঢাকা সড়কের জাজিরা উপজেলার জামতলা এলাকায় মাইক্রোবাস উল্টে খাদে পড়ে শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ ভাষাণচর গ্রামের এ্যাডভোকেট রাশেদুল হক রাশেদ ও তার ছোট মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মিলি আক্তার গুরুতর আহত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাশেদুল হক শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, কক্সবাজার ভ্রমন শেষে রবিবার ভোরে ঢাকা থেকে মাইক্রোবাস যোগে ছোট মেয়ে ও তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শরীয়তপুরের উদ্দেশ্যে যাত্র করেন রাশেদুল হক। মাইক্রোবাসটি জাজিরার জামতলা এলাকায় সরু রাস্তায় আসলে অপর একটি গাড়িকে সাইট দিতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় বাবা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় শরীয়তপুর জজ কোর্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ জোহর শরীয়তপুর আইনজীবী ভবন চত্বরে প্রথম জানাজা ও বাদ আছর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাদের মৃত্যুতে শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু সাঈদ গভীর শোক প্রকাশ করেছেন।
Discussion about this post