কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে গালিগালাজের ঘটনায় দলের কক্সবাজার জেলা সদস্য ও মহেশখালী পৌর শাখার সাবেক আহ্বায়ক আকতার হোসেনের সব পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি।বুধবার (১৩ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
Discussion about this post