আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিাবার (৩১ জুলাই) বড় ওষুধ কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়েছেন, তারা যদি ওষুধের দাম না কমায়, তাহলে শাস্তির সম্মুখীন হতে হবে। তিনি জানান, আমেরিকান জনগণকে সারা বিশ্বের তুলনায় অনেক বেশি ওষুধের দাম থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি। ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত চিঠিতে ১৭টি ওষুধ কোম্পানিকে জানান, তার প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে ৬০ দিনের মধ্যে ওষুধমূল্য সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। ট্রাম্প লিখেন, ‘আপনারা যদি দায়িত্ব নিতে অস্বীকার করেন, তাহলে আমরা আমেরিকান পরিবারগুলোকে অব্যাহতভাবে এই নির্যাতনমূলক ওষুধমূল্যের হাত থেকে রক্ষায় আমাদের সব অস্ত্র ব্যবহার করব।’ তবে শাস্তি হিসেবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা স্পষ্ট করেননি তিনি। ট্রাম্প এর আগে মে মাসে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যাতে যুক্তরাষ্ট্রে ওষুধের উচ্চমূল্য নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়া হয়। সূত্র: এনডিটিভি। হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রে ওষুধের দাম বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় তিনগুণেরও বেশি। চিঠিতে ট্রাম্প বলেন, তার আগের নির্দেশনার পর ওষুধ কোম্পানিগুলোর প্রতিক্রিয়া ছিল ‘আগের মতোই—দায়িত্ব অন্যের ওপর চাপানো’ এবং এমন কিছু নীতিগত পরিবর্তনের প্রস্তাব, যা ভোক্তাদের নয়, বরং কোম্পানিগুলোকেই লাভবান করবে।
Discussion about this post