স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন উইকেটকিপার কেএল রাহুল। নিয়মিত অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার চোটের কারণে রাহুলকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।অস্ট্রেলিয়া সফরকারী দলে পরিবর্তন এনে এবার স্কোয়াডে যুক্ত হয়েছেন তিলক ভার্মা, রিশভ পন্ত, রবীন্দ্র জাদেজা এবং রুতুরাজ গায়কোয়াড়। অন্যদিকে, সুযোগ পাননি অক্ষর প্যাটেল এবং মোহাম্মদ সিরাজ।ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী গিল সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজের আগে ওয়ানডে অধিনায়ক মনোনীত হয়েছিলেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করার সময় ঘাড়ে চোট পেয়ে তিনি ম্যাচের মাঝপথে ছিটকে যান। পরবর্তীতে পুরো সিরিজ থেকেই তাকে বাদ দেওয়া হয় এবং তার জায়গায় নেতৃত্ব নেন রিশভ পন্ত।রিশভ পন্ত দলে ফেরায় ধরে নেওয়া হয়েছিল ধ্রুব জুরেল বাদ পড়বেন, তবে তিনি জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরে প্রথম পছন্দের বাঁহাতি স্পিনার হিসেবে থাকা অক্ষর দলে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ জাদেজার প্রত্যাবর্তনে।ভারত দল: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), রিশভ পন্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হারশিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং ও ধ্রুব জুরেল।গিল ও আইয়ার অনুপস্থিত থাকায় তাদের বিকল্প হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে তিলক ও গায়কোয়াড়কে। ব্যাটিং লাইনআপে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ রোহিত শর্মা ও বিরাট কোহলি। যশস্বী জয়সওয়ালও সুযোগ পেতে পারেন তার একমাত্র ওয়ানডে ক্যাপের সংখ্যা বাড়ানোর।হার্দিক পান্ডিয়া এখনো অনুপস্থিত থাকায় নীতিশ রেড্ডি তার জায়গা ধরে রেখেছেন। এদিকে পেস আক্রমণে নেতৃত্ব দেবেন- আর্শদীপ সিং, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণ। স্পিন বিভাগে থাকছেন কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও জাদেজা।সিরিজটি শুরু হবে ৩০ নভেম্বর। এরপর দ্বিতীয় ম্যাচ ৩ ডিসেম্বর এবং শেষ ম্যাচ ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর দুই দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
























































Discussion about this post