স্পোর্টস রিপোর্ট: ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বল হাতে রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার ওবেদ ম্যাককয়ের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইন্ডিজের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়ার দিনে ভারতকে ৫ উইকেটের হারিয়ে সিরিজ সমতায় ফিরেছেন ক্যারিবিয়ানরা। ম্যাচের শুরুতে টস জিতে ভারতে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। টস হেরে ব্যাট করতে নেমে ওবেদ ম্যাককয়ের করা ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর একে একে ভারতের আরও পাঁচ ব্যাটসম্যানকে আউট করেছেন এই বাঁ-হাতি পেসার। ৪ ওভার বোলিং করে মাত্র ১৭ রান খরচায় তুলে নিয়েছেন ৬ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই এখন সেরা বোলিং পরিসংখ্যান, আগের রেকর্ডটি ছিল কিমো পলের, ২০১৮ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন হার্দিক পান্ডিয়া। এছাড়া রবিন্দ্রো জাদেজা ২৭ ও রিশাব পান্ত করেন ২৪ রান। আর বাকিরা সবাই আউট হয়েছেন বিশের ঘর স্পর্শ করার আগেই। ফলে নির্ধারিত ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে সফররত ভারত। লক্ষ্যে নেমে উইন্ডিজের অন্য ব্যাটসম্যানরা তেমন একটা অবদান রাখতে পারেননি। ভারতীয় বোলারদের ব্রেন্ডন কিং আর ডেভন থমাস ছাড়া সুবিধা করতে পারেননি কেউই। ৫২ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৮ রান করে স্বাগতিকদের জয়ের পথ তৈরি করে দেন কিং। ১৯ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন থমাস। ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৪১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
Discussion about this post