ঢাকা: ক্ষমতাচ্যুতির পর এবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ কাদেরের ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। এর আগে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব জ্যেষ্ঠ সাংবাদিক নাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বিএফআইইউ। একইসাথে নাইমুল ইসলাম খানের স্ত্রীরও ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।
Discussion about this post