ডেস্ক রিপোর্ট: চলতি বছর চীনে রোবট শিল্পের বাজার গত বছরের চেয়ে ৩০ শতাংশ বাড়বে বলে আশা করছেন দেশটির রোবট বিশেষজ্ঞরা। এ পূর্বাভাস দিয়েছেন চীনের জাতীয় রোবট শিল্পের মান নিয়ন্ত্রক এক্সপার্ট উপদেষ্টা দলের উপ-প্রধান হ ইচেং। তার মতে গত পাঁচ বছর ধরেই চীনের বাণিজ্যিক কাজে রোবটের ব্যবহার বাড়ছে। বিভিন্ন ব্র্যান্ডে গাড়ি প্রস্তুতকারী কোম্পানি, স্বাস্থ্যসেবা খাত, বয়স্ক নাগরিকদের দেখভাল করাসহ নানান কাজে রোবটের চাহিদা বাড়ছে দ্রুত গতিতে।শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে চীনের বেইজিংয়ে বসেছে বিশ্ব রোবট সম্মেলন- ২০২১। এই সম্মেলনে প্রদর্শনীর জন্য রোবট নিয়ে আসা বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা জানান, চলতি বছরের প্রথমার্ধে বোরটিক্স ইন্ডাস্ট্রির আকার দ্রুত বেড়েছে। এর কারণ হিসেবে রোবট কোম্পানির অনুকূলে চীনা সরকারের নীতি সহায়তা ও পরিবেশ সুরক্ষায় দেশটির পরিকল্পনাকে সামনে রাখছেন তারা। রোবট মেলায় আসা এক কোম্পানির প্রতিনিধি বলেন, গৃহস্থালি কাজে রোবটের চাহিদা আগের চেয়ে অনেক বেশি। আমার মনে চীনের রোবট শিল্পের একই অবস্থা। অর্থাৎ চাহিদা বাড়ছে। আগামীতে চীনের যে কোনো শিল্পের উন্নয়ন পরিকল্পনায় রোবটকে মোটামুটি একটি প্রধান উপাদান হিসেবেই বিবেচিত করা হবে- এমনটাই মনে করেন রোবট বিশেষজ্ঞ হ ইচেং।
Discussion about this post