বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত জুটি রণবীর-আলিয়া। তাদের মিষ্টি প্রেমের খবর জানেন বি-টাউনের বাসিন্দারা। তবে তাদের বিয়ে কবে হবে, এ প্রশ্নের উত্তর খোঁজেন অনেকে।করোনা মহামারির প্রভাবে আটকে গেছে রণবীর-আলিয়ার বিয়ে। মহামারি না হলে অনেক আগেই বিয়ে সেরে ফেলতেন তারা। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন রণবীর কাপুর। সম্প্রতি গুঞ্জন উঠেছে এ জুটিকে নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, চলতি বছরই বিয়ে সারবেন তারা। কিন্তু তা আর হচ্ছে না। লম্বা হচ্ছে অপেক্ষা। এখনই নতুন অধ্যায় শুরু করতে চান না রণবীর-আলিয়া। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তাদের ঘনিষ্ঠ একজন।
ওরা আরও সময় নেবে উল্লেখ করে ঘনিষ্ঠ সূত্র বলেন, ‘বিয়ের জন্য রণবীর এবং আলিয়া অনেক কিছু ভেবে রেখেছেন। বহু দিন ধরে এই দিনটি নিয়ে পরিকল্পনা করছেন। তাই এত তাড়াতাড়ি কিছুই করবেন না।’ শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভাট। ১৯৯৯ সালে অভিনয় করেছিলেন ‘সংঘর্ষ’ সিনেমায়। ২০১২ সালের পর নিয়মিত সিনেমায় অভিনয় শুরু করেন মহেশ ভাটের এ কন্যা। করণ জোহরের পরিচালনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনয় করেছেন এ স্টার কিড। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আলিয়াকে। এবার বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে পা রাখতে যাচ্ছেন এ অভিনেত্রী। এমন তথ্যই প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সম্প্রতি আলিয়া একটি আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের হাত ধরেই হলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। খবর ছড়িয়ে পড়েছে বি-টাউনে।
যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি আলিয়া ভাট। তবে আলিয়া যে এজেন্সির সঙ্গে চুক্তি করেছেন তারা স্পোর্টস আর ফ্যাশন জগতে বিভিন্ন ইভেন্টের সঙ্গে যুক্ত বলেও জানা গেছে। অভিনেত্রী ফ্রিদা পিন্টোও এই এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ।
নায়িকা হিসেবে আলিয়া ভাট সফলতার মুখ দেখেছেন অনেক আগেই। সব ধরনের সিনেমায় নিজের জাত চিনিয়েছেন এ অভিনেত্রী। হিন্দির সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতের সিনেমাতেও অভিনয় করেছেন আলিয়া। নিজের প্রযোজনায় শুরু করেছেন ‘ডার্লিংস’ সিনেমার কাজ।
Discussion about this post