ঢাকা: এ বছরই আওয়ামী লীগের শেষ বছর, এ বছর শেখ হাসিনার শেষ বছর বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। দুলু বলেন, এ বছর আওয়ামী লীগের শেষ বছর, এ বছর শেখ হাসিনার শেষ বছর। রাত গভীর হলে ভোর হয়ে সূর্য উঠে। বাংলাদেশের মাটিতে নতুন সূর্য উঠবে। এ সূর্য গণতন্ত্রের অধিকার। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই আসে গণতন্ত্র দেশ থেকে উধাও হয়ে যায়। এই গণতন্ত্রকে উদ্ধার করতে নেতাকর্মীদের তারেক জিয়া আহবান জানিয়েছেন। মানুষের অধিকার যতক্ষণ উদ্ধার না হবে এই শাষকের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে।
Discussion about this post