বিনোদন প্রতিবেদকঃ এস এম হোসেন বাবলা ছোট পর্দায় একসাথে একজন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। অভিনেতা হিসেবে দর্শকদের সামনে কম আসলেও সৃজনশীলতা ও নিজ মেধার মননে নিজেকে ইন্ডাষ্ট্রিতে একজন সফল পরিচালক ও প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নিজের দীর্ঘতম ক্যারিয়ারে একের পর এক পরিচালনা ও প্রযোজনায় নিয়মিত আছেন এই মিডিয়া ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক। গতকাল ২০ জুন ছিল তার শুভ জন্মদিন। এদিন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এ উপলক্ষে তার কর্মস্থল গোল্ডস্যান্ডস্ গ্রুপে বুধবার (২১) জুন সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, এস এম হোসেন বাবলা গোল্ডস্যান্ডস্ গ্রুপের পিআর ও মিডিয়া কনসালটেন্ট পদে কর্মরত রয়েছেন। এছাড়া জেরিন মিডিয়ার কর্ণধার তিনি। খুব দ্রুত এস এম হোসেন বাবলার প্রযোজনা প্রতিষ্ঠান জেরিন মিডিয়ার ব্যানারে টেলিভিশনে আসছে ৩০০ পর্বের মেগা ধারাবহিক।
Discussion about this post