ঢাকা:ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। তবে ১৬ আগস্ট রাতে তাকে এ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া। পরে প্রথমে তাকে পাট ও বস্ত্র এবং পরবর্তীতে নৌ-পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের বর্তমান ব্যবসা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে করেন এম সাখাওয়াত হোসেন। সেই সংবাদ সম্মেলনের শেষ দিকে দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় তাকে।এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, এটা আমার একান্ত খুব কাছের বন্ধু জাহাঙ্গীর সাহেবকে জিজ্ঞেস করবেন। আমি তো দেখছি, উনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুতরাং, তাকে জিজ্ঞেস করুন, আমাকে নয়।এদিকে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক অবস্থায় চলে যাওয়ায় সম্প্রতি বেশ চাপে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ওঠে তার পদত্যাগের দাবি। এরপরই রাজধানীতে বিশেষ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও আকস্মিক থানা পরিদরর্শন করে বেড়াচ্ছেন।
Discussion about this post